১৪/০১/২০২৬, ৫:৩১ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৫:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার কমে ৪৬.৮৬ শতাংশ

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৮৬ শতাংশে। এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৭০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৯২২ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১০ টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা চেয়ারম্যান মো. শামছুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার মোট ৯৯ হাজার ৫৭২ জন শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৫৭ হাজার ৫২৪ জন ছাত্র এবং ৪২ হাজার ০৫২ জন ছাত্রী।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মেয়েরা এবারও ছেলেদের চেয়ে ভালো করেছে। মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ, আর ছেলেদের ৪২ দশমিক ৪৭ শতাংশ।

গতবারের তুলনায় এবারের ফলাফলে বড় ধরনের অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষকরা। অনেকেই মনে করছেন, নতুন পাঠ্যক্রম, পাঠ্যপুস্তকের জটিলতা ও মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন এ ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লা ট্রমা সেন্টারে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন