জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আব্দুল্লাহর প্রার্থীতা বহাল রেখেছে ও বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
শনিবার (১৭ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে জানায় ইসি।
এর আগে, হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। শুক্রবার (৯ জানুয়ারি) ইসিতে দাখিল করা ওই আবেদনে হাসনাত আব্দুল্লাহর হলফনামা ও সম্পদ বিবরণীতে একাধিক গুরুতর অসংগতি, আয়কর সংক্রান্ত ত্রুটি এবং নির্বাচনী ব্যয়ের উৎস নিয়ে অস্পষ্টতার অভিযোগ তোলা হয়।
এদিকে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপিই রয়েছেন। তার নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।
বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন। এ অবস্থায় আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই তার।
পড়ুন: ইসলামী আন্দোলনের সাথে আলোচনার সু্যোগ নেই
আর/


