কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে গুলি করে দুজনকে হত্যার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
শুক্রবার দুপুর ১ টায় জুম্মার নামাজের আগে নাঙ্গলকোট উপজেলার আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে একপর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
পড়ুন- চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে রুহুল আমিনকে শোকজ
দেখুন- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে কলেজ ছাএীর সাথে যা ঘটলো


