১৪/০১/২০২৬, ২১:৫৭ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২১:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (০৯ মে) বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্তরে বিক্ষোভ সমাবেশ হয়ে সার্কিট হাউজ ও ঈদগাহ মোড় হয়ে জেলা প্রশাসক কাযালয়ের সামনে সমবেশ করা হয়।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপিএ, জামায়াত শিবিরসহ ফ্যাসিবাদ বিরোধীরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রটারী মাহবুবুর রহমান, জামায়াত নেতা মোসলেহ উদ্দিন, কামরুজ্জামান সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরীর আহবায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল হাসানসহ অন্যরা।

বিক্ষোভ সমাবেশ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ অংশ নেয়।

এদিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় অবরোধ করেছেন ‘জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ।

শুক্রবার রাত তিনটার এই অবরোধ শুরু হয়। এতে মহাসড়কের চট্রগ্রাম থেকে ঢাকামুখি লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। পরে ভোর ৬টার দিকে তারা মহাসড়ক থেকে সড়ে আসলে যানচলাচল শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৩ টার দিকে আন্দোলনকারীরা হঠাৎ মহাসড়কে নেমে আসেন। তারা বিভিন্ন স্লোগানে শ্লোগানে ব্যারিকেড তৈরি করেন এবং স্লোগান দিতে থাকেন, দেশ রক্ষায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
অবরোধে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফসা জাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব রাশেদুল হাসান, মোঃ উজ্জল, আল-আমীন, মোস্তফা জিহাদ, জাবের, রাকিবসহ অন্যরা।

এনএ/

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন