ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কুমিল্লা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২মে) সকাল ১০টায় কুমিল্লা মেডিসিন কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ী নেতা আব্দুল আলিম, নুরুল আলম চৌধুরী নোমান , নিখিল চন্দ্র দত্ত, মজিবুর রহমান, স্বপন কুমার দত্তসহ অন্যান্য ঔষধ ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা। এই দাবিগুলো আদায় না হলে কঠিন কর্মসূচি দিবেন বলে হুশিয়ারি দেন।
পড়ুন: কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
দেখুন: জামাত, বিএনপি বা আওয়ামী লীগ, আমি কারো লোক নই: ফারুকী
ইম/


