কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর তিন দিনের জাতীয় অনুষ্ঠান।
আজ মঙ্গলবার (২৭ মে) বিকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন নজরুল গবেষক শান্তিরঞ্জন ভৌমিক। অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ রাশেদুল হক চৌধুরী, সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির আহমেদসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কালচালার কর্মকর্তা ফয়েজ উল্লাহ, কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন, নজরুল হবেষক আলী হোসেন চৌধুরীসহ বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান আলোচক বলেন, যখনই আন্দোলন, সংগ্রাম, বিপ্লব বিদ্রোহ হয়। তখনই সকল আন্দোলন সংগ্রামে, নিপীড়িত মানুষের অধিকার আদায়ে কবি নজরুলের গান কবিতা অনুপ্রেরনা উৎসাহ, প্রতিবাদী ভাষা হয়ে উঠে। বিট্রিশ বিরোধী আন্দোলন থেকে জুলাই বিপ্লবসহ সকল আন্দোলনে শাসক ও শোষনের বিরুদ্ধে মানুষের অধিকারের কথা নজরুলের গান-কবিতায় খুজে পেয়েছিলো।
আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমী, কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লা, জেলা জাসাস,ইতিবৃত্ত,অভয়চরন, যাত্রী,সুরছন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংকৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
এনএ/


