কুমিল্লায় পৃথক অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান শুক্রবার (২৭ জুন) বেলা ১১ টায় বিষয়টি জানান।
র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (২৭জুন) ভোর রাতে কুমিল্লা সদর উপজেলার কোটশ্বর ও আমড়াতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে কোটিশ্বর এলাকা থেকে ইব্রাহিম হোসেন অপু (৩৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে সাড়ে ৩৭ কেজি গাঁজা জব্দ করা হয়।
একই রাতে আমড়াতলী এলাকায় পরিচালিত আরেক অভিযানে মোঃ হানিফ মিয়া (৩৭) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। তার কাছ থেকে ৬৪ কেজি গাঁজা ও একটি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিল।
র্যাব অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই দুটি অভিযান পরিচালনা করা হয় এবং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে ।
পড়ুন: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাপের কামড়ে কবিরাজের ভুল চিকিৎসায় এক যুবকের মৃত্যু
দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ইম/


