কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে প্রকাশ্যে তুলে নিয়ে গুলি করে হত্যার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বুধবার (২০ আগস্ট) সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে “খুনি কেন বাহিরে, হত্যার বিচার চাই” স্লোগানসংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে কয়েকশ মানুষ মানববন্ধনে অংশ নেন। এসময় গ্রামের নারী-পুরুষদের মাথায় ছিল কালো কাপড় বাঁধা এবং হাতে হাত ধরে তারা প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে হত্যাকাণ্ডের বিচার দাবি করে বক্তব্য দেন স্থানীয় নূর মোহাম্মদ , মোঃ তারিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক মেম্বার আবুল খায়ের ও নিহতের পুত্র মামলার বাদী জোবায়ের হোসেন রাজিব।
এসময় উপস্থিত ছিলেন কামরুজ্জামান মিন্টু, আলমগীর হোসেন, আলাউদ্দিনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, গত ৩ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটের নিজ বাড়ির সামনে থেকে মুখোশধারী সন্ত্রাসীরা সাবেক বক্সগঞ্জ ইউপি সদস্য আলাউদ্দিনকে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি শেখ ফরিদকে গত ৮ আগস্ট রাতে ঢাকার মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
পড়ুন: কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার উপর ছাত্রদলের হামলা
দেখুন: নাটরে ডাকাতি প্রস্তুতি কালে সেনাবাহিনীর হাতে ৬ জন আটক
ইম/


