19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

কুয়াকাটায় দেওয়াল ধসে দুই শ্রমিক নিহত

পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন দোকানের ওয়াল ধসে কাঠ মিস্ত্রিসহ দুই শ্রমিক নিহত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২ টায় কুয়াকাটা রাখাইন মার্কেট মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কুয়াকাটা পৌরসভার ৬ নং ওয়ার্ড নবীনপুর এলাকার বাসিন্দা মৃত হাকিম আলীর ছেলে কাঠ মিস্ত্রি মো. কামাল (৪০) এবং একই এলাকার আ. রহমান মূর্ধার ছেলে শ্রমিক আবু বকর মৃধা (৪২)।

স্থানীয়রা সূত্রে জানা যায়, সকালে রাখাইন মার্কেট সংলগ্ন কানসাই ইন হোটেলের পাশে আচারের দোকানের সংস্কার কাজ করছিলো মিস্ত্রিরা। কাঠের অবকাঠামো নির্মাণ কালে হটাৎ করেই ওই দোকানের পুরান ওয়াল ধসে মিস্ত্রি ও শ্রমিকের গায়ে পড়ে যায়। ঘটনা স্থলে দুই শ্রমিক নিহত হয়। তবে আর কেউ আহত হয়নি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন