কুয়েতে যথাযোগ্য মর্যাদায় শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর ঈসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কুয়েত শাখার উদ্যোগে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের হলরুমে এই মাহফিলের আয়োজন করা হয়।
হাফেজ শরিফুর রহমান কাউসারের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আবু সাঈদ কুতুবুদ্দিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মজিবুর রহমান সুফি।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি , ক্বারী সালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদুল হক চৌধুরী, আব্দুল আলিম, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ. হ. জুবেদ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাল আহমদ ও মোহাম্মদ সিরাজ মিয়া প্রমুখ।
এছাড়াও মাহফিলে মাওলানা কাওছার আহমদ কয়েছ, মাওলানা মইনুল ইসলাম, মাহমুদ আলী আনসারি, নোমান আহমদ সুমন এবং হাফেজ আব্দুল আলীসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিলের শেষ পর্যায়ে মরহুম ফরিদ মিয়ার রুহের মাগফিরাত এবং অসুস্থ মজিবুর রহমান সুফির দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা কাউসার আহমেদ সেলিম। মোনাজাতে আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর দ্বীনি খিদমত স্মরণ করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে প্রার্থনা করা হয়।


