কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামে বজ্রাপাতে চারজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকার কৃষক নিজামুদ্দিন, তরিকুল ইসলাম, আওলাদ হোসেন ও একই উপজেলার ফারাকপুর গ্রামের জহুরা খাতুন।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।
মাহবুবুর রহমান বলেন, ‘বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’