১৪/০১/২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় মনোনয়ন বঞ্চিত সোহরাব উদ্দিনের সমর্থকদের সড়ক অবরোধ

কুষ্টিয়া-৩(সদর) আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার রাত ৯টার দিকে শহরের মজমপুর গেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নেন সোহরাব সমর্থকরা। এসময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ও প্রতিবাদ মিছিল করেন। এছাড়াও সদর উপজেলার মধুপুর-লক্ষীপুর এলাকায় আগুন জ্বালিয়ে তার সমর্থকরা বিক্ষোভ করেছেন।

এসময় তারা বলেন,সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩ আসনের তিনবারের সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার বদলে এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেয়া হবে না। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। কুষ্টিয়া চারটি আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীরা হলেন, কুষ্টিয়া-১ (দৌলতপুর) সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভোড়ামারা) বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ (সদর) কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।

বিজ্ঞাপন

এ বিষয়ে মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন,শুনেছি আমার সমর্থকরা বিক্ষোভ করছেন। আমি শহরের বাইরে আছি। এর বেশি কথা বলেননি তিনি।

জানতে চাইলেন জেলা বিএনপির সদস্য সচিব ও সদ্য সদর আসনের মনোনিত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে এই নির্দেশনা যদি কেউ না মানে তাহলে কেন্দ্র ব্যবস্থা নিবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোশারফ হােসেন বলেন,আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণ করেছি।

পড়ুন : নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগ তদন্তে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে দুদক, আরএমও অবরুদ্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন