কুষ্টিয়া শহরের এন.এস রোডে অবস্থিত মাহাতাব প্লাজায় তিনটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার(৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে দোকান মালিকরা দোকান খুলতে গিয়ে শাটার উঁচু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। তারা মার্কেট সহ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। এদিকে চুরির ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতির দাবি করেছেন দোকান মালিকরা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল পৌণে আটটার দিকে মুখবাঁধা দুই যুবক মার্কেটের শৌচাগারের দিক থেকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ব্রাদার্স জুয়েলার্স, এস. সরকার জুয়েলার্স ও সমির চেইন হাউজ নামের তিনটি দোকানের শাটার ফাঁক করে ভেতরে ঢুকে চুরি শেষে একই পথে বাইরে বেরিয়ে যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোশারফ হোসেন বলেন,সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
পড়ুন : সুনামগঞ্জে বিদেশী রিভলবার ও বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি


