কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় খায়রুন নেছা(৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে লাশটি ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বানুতলা এলাকার একটি পুকুরে ভাসতে দেখে কিনারায় নিয়ে আসেন স্থানীয়রা। পরে ভেড়ামারা থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহত খায়রুন নেছা একই এলাকার মৃত জব্বার শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,খায়রুন নেছার গলা ও দুই পা একই ওড়না দিয়ে শক্ত করে বাঁধা ছিল। এছাড়া তার এক চোখ ফুটো হয়ে রক্ত ঝরছিল। পায়ের স্যান্ডেল ও চলাফেরার লাঠি পুকুরের কিনারাতেই পড়েছিল।
স্থানীয়দের ভাষ্যমতে, বৃদ্ধার তিন ছেলে ও এক মেয়ে আছে। তিনি তার মেজো ও ছোট ছেলের কাছে থাকতো। ছেলের বউদের সাথে মতনৈক্য হলে মাঝেমধ্যেই অন্যত্র গিয়ে থাকতো।
মেয়ে মোছা: ফুলজান খাতুন বলেন, আমার মায়ের একই ওড়না দিয়ে হাত-পা ও গলা বাঁধা ছিল। তার লাশ পুকুরের মাঝখানে ভাসতেছিল। এটা কিভাবে সম্ভব হল? কিছুই বুঝতে পারছি না। আমি সুস্থ তদন্ত চাই।
ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাকিবুল ইসলাম বলেন,লাশের সুরতাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে,আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন: রূপগঞ্জে র্যাব-পুলিশের পৃথক অভিযানে ৬ জন গ্রেফতার
দেখুন: বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
ইম/


