কুষ্টিয়া জেলায় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’-এর আওতায় সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিড ব্যাংক হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক (পিএসডি-১) আ. ন. ম. মইনুল কবীর।
সেমিনারে বক্তারা নগদবিহীন লেনদেনের সুবিধা, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা এবং স্মার্ট বাংলাদেশ গঠনে ক্যাশলেস অর্থনীতির গুরুত্ব তুলে ধরেন। তারা সাধারণ মানুষ, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।


