চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভা ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের কৃষি ও কৃষকের উন্নয়নমূলক কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিতেই বিস্ময় এর সিলভার প্লে বাটন অর্জন করেছে কৃষিতে জাতীয় পদকপ্রাপ্ত উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান।
উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান-এর বিভাগীয় দায়িত্ব পালনের পাশাপাশি সারাদেশের কৃষি ও কৃষকের উন্নয়নে তাঁর এই উদ্ভাবনী সৃজনশীল কাজের ভুঁয়সী প্রশংসার দাবিদার। কৃষিতেই বিষ্ময় ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল এবং বাংলাদেশে চাষযোগ্য বিদেশি সকল ফল ফসলের সর্বাধুনিক চাষাবাদ প্রযুক্তি এবং রোগ পোকামাকড় আগাছা দমনের সর্বশেষ পরিক্ষিত কৌশল এবং ছাদ বাগানে ও বসতবাড়ির আঙ্গিনায় বিষমুক্ত নিরাপদ ফল ফসল উৎপাদনের লক্ষ্যে ৩০ টি জৈব কীটনাশক ছত্রাকনাশক ও হরমোন বা ভিটামিন তৈরর ভিডিও নির্মাণ ও প্রচার করে অন্যান্য নজির সৃষ্টি করেছেন। এ পর্যন্ত আপলোডকৃত সাত শতাধিক ভিডিও দেশি-বিদেশি ছয় লক্ষাধিক কৃষক কৃষাণী নিয়মিত দেখছেন। পাশাপাশি Krishitei Bishmoy কৃষিতেই বিষ্ময় নামীয় ফেসবুক ফেজ ও গ্রুপ এবং Moniruzzaman Swapan নামীয় তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সমসাময়িক পরামর্শ মূলক শতশত ভিডিও আপলোড করে সারাদেশের কৃষির ইতিবাচক পরিবর্তনে অনন্য অবদান রেখে চলেছেন।
গুরুত্বপূর্ণ ও জ্ঞানমূলক ভিডিও নির্মান এবং প্রচার করে দেশ বিদেশে ইতোমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। কৃষি নিয়ে তার মানসম্মত কন্টেন্ট যে কারো নজর কাড়তে বাধ্য। কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যখন বাংলাদেশে দিনে দিনে সমালোচনার জন্ম দিচ্ছে সেখানে তিনি ঘরোয়া পদ্ধতিতে ৩০টি পরীক্ষিত কার্যকর জৈব বালাইনাশক তৈরি, সকল রোগ পোকা দমন ব্যবস্থাপনা ও দেশি-বিদেশি সকল ফল ফসল চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ক ধারাবাহিক অভিনব কন্টেন্ট তৈরি ও প্রচার করে চলেছেন এবং সন্ধ্যার সময় বিভিন্ন বাজারে মাল্টিমিডিয়া প্রজেক্টর দ্বারা বড়পর্দায় এই ভিডিওগুলো প্রদর্শন করে কৃষকদেরকে আধুনিক পরামর্শ সেবা দিয়ে আসছেন।
উল্লেখ্য, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান চাঁদপুর সদরের শাহমামুদপুর ইউনিয়নের কুমারডুগী ব্লকে কর্মকালীন সময়ে তাঁর কর্তব্যপরায়নতা ও ন্যায় নিষ্ঠার কারণে কৃষক, কৃষক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও তিনি নিজে জাতীয় কৃষি পদকসহ এগারটি জাতীয় পুরস্কার ও নয়টি আঞ্চলিক পুরস্কার সহ মোট ২০টি পুরস্কার অর্জন করেছেন।
মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমি ২০২১ সাল থেকে এই চ্যানেল ওপেন করি। গেল ঈদুল ফিতরের আগে সিলভার প্লে বাটন অর্জন করেছি।।এই চ্যানেলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি দেশি বিদেশি ফল ফসলের বীজ বপন থেকে কাঁটা পর্যন্ত সম্পূর্ণ চাষাবাদ পদ্ধতি এবং ওই ফসলের রোগ পোকা মাকড় সহ সকল বালাই দমনের সর্বশেষ পরিক্ষীত ফোর্থ জেনারেশনের সমাধান সম্বলিত পরামর্শ এবং কৃষির সর্বাধুনিক সকল প্রযুক্তির ভিডিও ধারাবাহিক সিরিজ অনুযায়ী তৈরি করা। যাতে কোন একটি বিষয় সম্পর্কে কৃষকের না জানার আর কিছুই বাকি না থাকে। যা পৃথিবীর কোন youtube চ্যানেলেই করা হয় না।
মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চৈতন্য পাল, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মো:মোতাসীন হোসেন,সহকারী কৃষি অফিসার মো: হেলাল উদ্দিন, উপসহকারী কৃষি অফিসার মো: মোক্তার হোসেনসহ কৃষক ডিলাররা মনিরুজ্জামানের এই অর্জনকে সাধুবাদ জানান।
