শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার দায়ে বিএনপি নেতা আজমল হক নান্টু মালতকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। নান্টু মালত সখিপুর থানা বিএনপির যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছেন।
শুক্রুবার(২ মে) সন্ধায় উপজেলার আরশিনগর ইউনিয়নের মাদবরকান্দি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোজাহেরুল হক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আলোকে একটি মামলায় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে ওই ভেকু মেশিনটি জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির দায়িত্বে রাখা হয়।
সহকারী কমিশনার ভূমি মোজাহেরুল হক বলেন, ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার কোন সুযোগ নেই। কৃষি জমি শ্রেণি পরিবর্তন সম্পূর্ণভাবে নিষেধ। ড্রেজার এবং ভেকু দিয়ে কেউ যাতে কৃষি জমি নষ্ট না করে সেদিকের কথা চিন্তা করে সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। আজকে আরশিনগর ইউনিয়ন এলাকার একটি গ্রাম থেকে ভেকু মেশিনের মাধ্যমে ভেকু মালিক আজমল হক নান্টু মালত ফসলি জমি কাটছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের একটি মামলায় ১ লাখ টাকা জরিমানা করে ভেকুটি জব্দ করা হয়েছে।আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: দিনাজপুরে জাতিসংঘ ও বিশ্বব্যাংক প্রতিনিধিদলের কৃষি যন্ত্রপাতির কারখানা পরিদর্শন
দেখুন: ঘরে বসেই পিংকির আয় বছরে ৩০ লাখ টাকা
ইম/


