১৪/০১/২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কেন্দুয়ায় ফ্রিজকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল”- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে তুরুকপাড়া মানবতা যুব সংগঠনের আয়োজনে তুরুকপাড়া প্রিমিয়ার লীগ (সিজন-১) ‘ডে অ্যান্ড নাইট’ ফ্রিজকাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় তুরুকপাড়া ফুটবল একাডেমি গ্রাউন্ডে আয়োজিত ফাইনাল খেলাটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। টুর্নামেন্টে ‘মাদক ছেড়ে খেলতে চল’- এই সামাজিক বার্তা তুলে ধরে ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সচেতন রাখার আহব্বান জানানো হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখার কার্যকর মাধ্যম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তুরুকপাড়া মানবতা যুব সংগঠনের সভাপতি ত্রিশাণ আহম্মেদ আলাল। সঞ্চালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক জাকিমুল ইসলাম এবং আয়োজনে সার্বিক সহযোগিতা করেন তুরুকপাড়ার এলাকাবাসী।

‘ডে অ্যান্ড নাইট’ ফরম্যাটে আয়োজিত এ ফ্রিজকাপ মিনি ফুটবল টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল।

আয়োজকেরা জানান, যুবসমাজকে ক্রীড়ামুখী ও মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : কেন্দুয়ায় সরকারি গাছ কাটা মামলা: নেই গ্রেপ্তার, জনমনে আস্থাহীনতা ও ক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন