১৫/০১/২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কেন্দুয়ায় দ্বিতীয়বারের মতো চর্চার শত কবির মিলনমেলা

“সাহিত্য-সংস্কৃতির টানে এসো, মিশি প্রাণে প্রাণে”- এ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘চর্চা সাহিত্য আড্ডা’র শত কবির মিলনমেলা।

বিজ্ঞাপন

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সরকারি অর্থায়নে নির্মিত বাউল সাধক জালাল উদ্দিন খাঁ’র নামে প্রতিষ্ঠিত জালাল মঞ্চে দিনব্যাপী এ আয়োজন হয়ে ওঠে কবি-সাহিত্যিকদের প্রাণের মিলনস্থল।

উদ্বোধন করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী ছড়াকার ও সাংবাদিক রহমান জীবন। সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা, গীতিকার রফিকুল হাসান ভান্ডারী।

উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, “সাহিত্য মানস গঠনের শক্তি। তরুণদের এই সাহিত্যচর্চা সমাজকে আলোকিত করবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, কেন্দুয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যাপক রণেন সরকার, কবি ও সংগঠক আবুল কালাম আল আজাদ, জেলা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও লেখক আজহারুল ইসলাম হিরু, মাওলানা হারুন অর রশিদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন, প্রবীণ সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল, লেখক ও লোকসাহিত্যিক রাখাল বিশ্বাস, কবি ও সাংবাদিক কামাল হোসাইন, কবি মাহবুবা খান দীপান্বিতা, সাংবাদিক ও কবি সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।

মধ্যাহ্নভোজের পর শুরু হয় কবিদের একক ও সমবেত কবিতা পাঠ। পরে ‘চর্চা’র শতকবির কবিতা সংকলন ‘অতল’ এর মোড়ক উন্মোচন করা হয়। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারকে সংবর্ধনা এবং নির্বাচিত গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

শেষ পর্বে স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনায় মিলনমেলা আরও রঙিন হয়ে ওঠে। প্রায় দুই শতাধিক কবির অংশগ্রহণে কবিতা, গীতি ও সাহিত্য আড্ডায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। প্রাণবন্ত সাহিত্য চর্চার উচ্ছ্বাসে সমাপ্ত হয় দিনের শত কবির এই মিলনমেলা।

পড়ুন- গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: মিয়া গোলাম পরওয়ার

দেখুন- চট্টগ্রাম বন্দরে বিএসবিওএ নির্বাচন ঘিরে উত্তেজনা |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন