24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

কেরালার ওয়েনাড়ে প্রিয়াঙ্কার ভাগ্য নির্ধারণ আজ

ভারতের বিভিন্ন রাজ্যের মতো কেরালায়ও লোকসভা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট হচ্ছে রাজ্যের ওয়েনাড় লোকসভা আসনে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আসনটি ছেড়ে যাওয়ায় এবার সেখানে লড়ছেন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেরালার ওয়েনাড় উপনির্বাচনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ও বিজেপির নভ্যা হরিদাস প্রধান দুই প্রতিদ্বন্দ্বী। কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওয়েনাড় আসনে এবার দলটি প্রিয়াঙ্কাকে প্রার্থী করে এই অবস্থান ধরে রাখতে চাইছে। 

প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: এক্স
প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: এক্স

এদিকে ঝাড়খণ্ড রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে। আজ বুধবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রথম দফায় ৪৩টিতে ভোটগ্রহণ চলছে। ১৫ হাজার ৩৪৪টি বুথে ভাগ্যপরীক্ষা হবে ৬৮৩ জন প্রার্থীর। আগামী ২০ নভেম্বর দ্বিতীয় দফায় বাকি ৩৮ আসনের ভোট অনুষ্ঠিত হবে। নভেম্বরের ২৩ তারিখ হবে ভোট গণনা।

ওয়েনাড় লোকসভা আসনের তিন প্রার্থী
ছবি: mathrubhumi

অপরদিকে আজ ১০ রাজ্যের ৩১টি বিধানসভায় উপনির্বাচন হচ্ছে। এর মধ্যে রাজস্থানে ৭টি, পশ্চিমবঙ্গে ৬টি, আসামে ৫টি, বিহারে ৪টি, কর্ণাটকে ৩টি এবং মধ্যপ্রদেশে ২টি আসনে ভোটগ্রহণ চলছে। সেইসঙ্গে ছত্তিশগড়, গুজরাট, কেরালা ও মেঘালয়ের একটি করে আসনেও উপনির্বাচনের ভোট চলছে। 

আরও: ভারতের কেরালায় অতিবৃষ্টি ও ভুমি ধসে নিহত অর্ধশত
আরও: গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ
দেখুন: ‘বিএনপি’র নেতা কর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনা তৈরি হয়েছে’
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন