কোটা আন্দোলনের মধ্যে বাংলাদেশে নিজেদের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। আজ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
গতরাতে তাদের ওয়েবসাইটে এক সতর্কবার্তায় এসব ঘোষণা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, আন্দোলনের কারণে বাংলাদেশে চলাচলে কঠিন হয়ে যেতে পারে। তাই, চলাচলের ক্ষেত্রে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় এলাকায় সতর্কতা অবলম্বন করতে হবে। দূতাবাস কর্মকর্তাদের কূটনৈতিক এলাকাগুলোর মধ্যে চলাচল সীমিত রাখার পরামর্শও দেয়া হয়েছে।