আপিল বিভাগের আদেশে সন্তুষ্ট নন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীরা। সংসদে আইন পাস না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন তারা। সকাল থেকে চলছে তাদের বাংলা ব্লকেড কর্মসূচি। রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক বন্ধ। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ।
সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি পালনে, সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমবেত হন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীরা।
এরপর মিছিল নিয়ে আসেন শাহবাগ মোড়ে। সড়ক অবরোধ করে শ্লোগানে শ্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন তারা। সড়ক বন্ধ করে বিক্ষোভ চলছে রাজধানীর সায়েন্সল্যাবসহ আরও কিছু এলাকায়।
কোটা বহাল করে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে স্থগিত হয়েছে। তবে, শিক্ষার্থীরা মনে করেন, বিচার বিভাগ নয়, নির্বাহী বিভাগের মাধ্যমে এই ইস্যুর সমাধান করতে হবে। বারবার রাজপথে যাতে নামতে না হয়, সেজন্য সরকারি পদক্ষেপ চান তারা।
শিক্ষার্থীরা জানান, আদালতের রায়ের সঙ্গে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তান ছাড়া সব ধরনের কোটার বিলোপ চান তারা। সব গ্রেডে তারা কেবল ৫ শতাংশ কোটা রাখার পক্ষে।
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে রাজধানী। যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।