28 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কোটি টাকা হাতিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

কোটি টাকা হাতিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে কুরগাঁওয়ের পীরগঞ্জের একটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। নিয়োগ দেয়ার জন্য হাতিয়ে নিয়েছেন প্রচুর অর্থ, কিন্তু কেউ পায়নি কলেজের চাকরি। বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে ভুক্তভোগীরা। তবে সব অভিযোগ মিথ্যা বলছেন ওই অধ্যক্ষ।

গ্রন্থাগারিক পথে নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে ২০২১ সালে পীরগঞ্জের ফারুক আহমেদকে চাকরীর প্রতিশ্রুতি দেয়া হয়। তার বাবা কাইমুদ্দিনের কাছ থেকে কয়েক দফায় ২০ লাখ টাকা হাতিয়ে নেন ডিএন ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়। কিন্তু চাকরি মেলেনি।

অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। মামলাটি ১২বছর ধরে চলছে। এমন অসংখ্য মানুষের কাছে থেকে বিপুল পরিমাণের অর্থ হাতিয়ে নিয়ে চাকরী দেননি অধ্যক্ষ গোপাল। ফেরত দেননি টাকাও।

এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও মুঠো ফোনে অভিযোগ সত্য নয় বলে দাবী করেছেন অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানাচ্ছেন এসব অভিযোগ তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।

এ বিষয়ে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিবেন এ প্রত্যাশা সবার।

এনএ/

আরও পড়ুন: ৩ দিনের মধ্যে গণঅভ্যুত্থানে আহতদের ৩ লাখ টাকা করে দেয়া হবে
দেখুন: নিয়ম ভেঙে বিমানে পদায়ন, অনিয়ম-দুর্নীতির অভিযোগ
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন