ইউরোর পর, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লাইনআপও চূড়ান্ত হয়ে গেলো। ব্রাজিলের সামনে উরুগুয়ে আর আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। এদিকে, জার্মানির মুখোমুখি হবে স্পেন। আর পর্তুগালের বোঝাপড়া ফ্রান্সের সঙ্গে। দুটি আসরের শেষ আটে রয়েছে আরও চারটি ম্যাচ। লড়াই শুরু শুক্রবার।
আজ বুধবার (৩ জুলাই) সকালে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টানা ২৫ ম্যাচ আর ২ বছর অপরাজিত থাকার রেকর্ড নিয়ে মাঠে নেমেছিলো কলম্বিয়া। তাই, আগে থেকে স্নায়ুচাপে ভুগছিলো ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বেও এই দলের কাছেই হারতে হয়েছিল সেলেসাওদের।
ম্যাচের ১২ মিনিটে রাফিনিয়ার গোলে ব্রাজিলের লিড। তবে প্রথমার্ধের জোগ করা সময়েই, সমতায় কলম্বিয়া। শেষ পর্যন্ত স্কোর থমকে থাকলো সেই ১-১ ব্যবধানেই। ডি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন কলম্বিয়া আর রানারআপ হয়ে শেষ আটে ব্রাজিল। এখন তাদের সামনে শক্তিশালী উরুগুয়ে। পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় ভিনিসিউসকে পাচ্ছে না দোরিভাল জুনিয়রের দল।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। শেষ আটের অন্য দুটি ম্যাচে মুখোমুখি কানাডা-ভেনিজুয়েলা এবং কলম্বিয়া-পানামা।
এদিকে, ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে রোনালদো-এমবাপ্পের লড়াই। বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স। আর স্লোভেনিয়াকে হারিয়ে কোয়ার্টারে পর্তুগাল।
ইউরোর আরেক কোয়ার্টারে স্পেন ও জার্মানির। ১৬ বছর আগে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ওই ম্যাচের পর এই প্রথম ইউরোপিয়ান মঞ্চে মুখোমুখি দুই দল। শেষ আটের অন্য দুটি ম্যাচে মুখোমুখি সুইজারল্যান্ড-ইংল্যান্ড ও নেদারল্যান্ডস-তুরস্ক।