বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপার বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনা রয়েছে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। আজ সেমিতে তাদের প্রতিপক্ষ কানাডা। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে এই ম্যাচ।
কোপা আমেরিকায় নিজেদের অভিষেক ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে কানাডা। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা দলটির বিপক্ষে সেদিন তেমন কিছু করতে পারেনি তারা। তিন সপ্তাহের ব্যবধানে আবার বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে অতিথি দলটি। তবে এবার উপলক্ষ্য ভিন্ন, মঞ্চটাও আরও বড়। তাই এই লড়াইয়ের জন্য উন্মুখ কানাডা কোচ জেসি মার্শ।
ইতিহাস, পরিসংখ্যান কিংবা শক্তি-সামর্থ্য ও সার্বিক বাস্তবতায় দুই দলের পার্থক্য বিস্তর। যে কোনো বিচারেই অনেক এগিয়ে আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচে শিরোপাধারীদের মুখোমুখি হওয়ায় একটি সুবিধাও অবশ্য দেখেন জেসি মার্শ।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের ওপর পূর্ণ শ্রদ্ধা জানিয়েই নিজেদের সম্ভাব্য সুবিধার কথা বলেন কানাডা কোচ।
পরিসংখ্যান বলছে কানাডার বিপক্ষে নির্ভার থাকতে পারবে আর্জেন্টিনা। সবমিলিয়ে দুবার মুখোমুখি হয়েছে তারা, শতভাগ জয় আর্জেন্টিনার। ২০১০ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমবার মুখোমুখি হয়েছিল দল দুটি। ৫-০তে জিতেছিল আলবিসেলেস্তে বাহিনী।
সবশেষ চলতি আসরে প্রথমবার কোনো আসরে আর্জেন্টিনার বিপক্ষে নামে কানাডা। গ্রুপপর্বের ম্যাচটিতে ২-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান ও টুর্নামেন্টের ১৫বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।