সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিভাগের বিচারপতি কাজী জিনাত হক। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাকে মনোনয়ন দিয়েছেন।
সোমবার (১৭ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হাইকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান পদে হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী জিনাত হককে মনোনয়ন প্রদান করেছেন।
তিনি দুই মেয়াদে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০১৯ সালের ২০ অক্টোবর কাজী জিনাত হক হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
পড়ুন: হাইকোর্টের রায়ে সন্তুষ্ট, দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই : আবরারের বাবা
দেখুন: সুপ্রিমআইনজীবী সমিতির নির্বাচনে হট্টগোল |
ইম/