কারো যদি সন্ত্রাসী কার্যক্রম বা ক্রাইম করার পরেও যদি মনে করেন আমি ব্রাহ্মণবাড়িয়ায় থাকবো, তা মনে করবেন না। ক্রাইম করলে, মাদকের ব্যবসা করলে আমি ব্রাহ্মণবাড়িয়ায় থাকতে দিব না। আমার যতক্ষণ সামর্থ্য আছে, আমি যতদিন এই চেয়ারে থাকবো। আমার জনবলের ঘাটতি থাকবে বা রিসোর্সের লিমিটেশন থাকবে কিন্তু আমি বলতে চাই, সন্ত্রাসী বা মাদক কারবারি ক্রিমিনাল এবং আমার পুলিশ একসাথে থাকবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ।
বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এই হুশিয়ার উচ্চারণ করেন।
এসময় এসপি শাহ মো. আব্দুর রউফ সাংবাদিকদের বলেন, অপরাধ দমনে সাংবাদিকদের কাছ থেকে সঠিক তথ্য পাওয়া জরুরি। ব্যক্তি স্বার্থের উর্ধ্বে সকলকে একসাথে কাজ করা আহবান জানান।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনেত সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।
সভায় জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পড়ুন : ভারতে পালিয়েও রক্ষা হলো না ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গুলি করা লায়ন শাকিলের


