19 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ক্রিকেটারদের নিরাপত্তায় কঠোর হচ্ছে বিসিবি

ঘরোয়া ক্রিকেট চলাকালিন যখন তখন মাঠে ডুকে পরছেন দর্শকরা। এতে করে বিব্রত বোধ করছেন ক্রিকেটাররা। খেলায় ব্যাঘাত ঘটার পাশাপাশি নিরাপত্তা নিয়েও সংশয় বোধ করেন তারকা ক্রিকেটাররা। এমন ঘটনার পর ক্রিকেটারদের নিরাপত্তায় আরো কঠোর হওয়ার কথা জানালেন, বিসিবি সভাপতি।

মাঠে দর্শক ঢুকে তারকা ক্রিকেটারদের সাথে সেলফির আবদার এবারের ডিপিএলে নিত্য দিনের ঘটনা। এতে করে খেলায় যেমন ব্যাঘাত ঘটে তেমনি নিরাপত্তাহীনতায়ও ভোগেন ক্রিকেটাররা।

গতকালও ডিপিএলের ম্যাচে সাকিবের সাথে ঘটে গেছে অনাকাঙ্খিত এক ঘটনা। সীমানায় দাঁড়িয়ে মোহাম্মদ সালাহউদ্দিন ও শেখ জামাল কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলতে থাকেন সাকিব। এ সময় হঠাৎ করেই এক দর্শক ছবি তোলার আবদার নিয়ে আসেন সাকিবের কাছে।

যদিও পরক্ষণে সাকিব কয়েকবার নিষেধ করেন ছবি তুলতে, নাছোড়বান্দা দর্শক তবুও আবদার করতেই থাকেন। এরপরই মেজাজ হারান সাকিব। এমন ঘটনা চোখ এড়ায়নি বিসিবি সভাপতি। নিরাপত্তা বাড়াতে কঠোর হওয়ার চিন্তা বিসিবি।

এমন ঘটনায় মাঠের ডিসিপ্লিনারি যেন নষ্ট না হয় সেটার ব্যাপারেও নজর দিতে চান ক্রিকেট প্রধান।

শুধু সাকিব নয়, এমন ঘটনা ঘটেছে অনেক তারকা ক্রিকেটারদের সাথে। খেলায় ব্যাঘাত ঘটার পাশাপাশি এমন ঘটনায় নিরাপত্তা নিয়েও শংশয় বোধ করেন তারকা ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন