বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে এবার তির্যক মন্তব্য করলেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতি পূরণ দেওয়া হবে কিনা— এমন প্রসঙ্গে তার মন্তব্য, ক্রিকেটারদের পিছে এত খরচ করতেছি, ওরা কিছুই জিততে পারেনি। ব্যর্থতার জন্য তাদের কাছে তো অর্থ ফেরত চাওয়া হয় না।
তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে গত কিছুদিন ধরে আলোচনায় বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। এবার তিনি তির্যক মন্তব্য করলেন দলের ক্রিকেটারদের নিয়ে।
বুধবার (১৪ জানুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে তিনি জানান, বাংলাদেশ বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে আছে, তবে তার জন্য আদর্শ পরিবেশ চান তারা।
ভারতীয় মাটিতে বিশ্বকাপ খেলার প্রেক্ষাপটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এম নাজমুল ইসলাম বলেন, ‘আমি কখনো বলিনি আমরা বিশ্বকাপ খেলব না। আমাদের বোর্ড বা দেশ কখনো বলেনি আমরা বিশ্বকাপে অংশ নেব না। আমরা বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে আছি। আমাদের শুধু খেলার পরিবেশটা তৈরি করতে হবে।’
এসময় তাকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে যদি বাংলাদেশ অংশগ্রহণ না করে সেক্ষেত্রে কি খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা? জবাব দিতে গিয়ে ক্রিকেটারদের নিয়ে কিছুটা তির্যক মন্তব্যই করে বসেন তিনি।
এ পরিচালক বলেন, ‘এই প্রশ্নটা (ক্ষতিপূরণের) তুলতেই পারবে না। কারণ হচ্ছে আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না, আজ পর্যন্ত আমরা একটা বৈশ্বিক শিরোপা আনতে পেরেছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পেরেছি? আমরা তাহলে তো প্রতিবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পেছনে যা খরচ করছি এটার দায়ভার এবার তোমাদের কাছ থেকে আমরা নিবো। ফেরত দাও।’
বিসিবির এ পরিচালক নিশ্চিত করেছেন, বোর্ড এখনও আগের অবস্থানেই রয়েছে। অর্থাৎ ভারতের বাইরে বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ।
পড়ুন : বোর্ড পরিচালক নাজমুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বিসিবি


