এলসি স্টেশন থেকে স্থল বন্দরে রূপান্তরিত হয়েছে জামালপুরের কামালপুর স্থল বন্দর। তবে খরচ বাড়ায় স্থবির হয়ে পড়েছে আমদানি ও রপ্তানি কর্যক্রম। এতে একদিকে যেমন কমেছে রাজস্ব আয় তেমনি বেকার হয়ে পড়েছে হাজারো শ্রমিক।
জামালপুরের বকশীগঞ্জের ধানুয়ায় কামালপুর স্থল বন্দর। এটি এলসি স্টেশন থাকাকালীন সময়েও কাজ করতো হাজারো শ্রমিক। কিন্তু স্থল বন্দর হওয়ার পর আমদানিকারকরা পড়েছেন চরম বিপাকে। তাদের অভিযোগ অতিরিক্ত ভ্যাট ট্যাক্স ও বন্দর কতৃপক্ষের অনিয়মের কারণে আমদানি রপ্তানি করতে পারছেন না।
আমদানি রপ্তানি কমে যাওয়ায় কমেছে রাজস্ব আদায়। অপরদিকে বন্দর সংশ্লিষ্ট শ্রমজীবী মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগ।
বন্দর কতৃপক্ষ এ ব্যপারে মুখ না খুললেও সকল ধরণের সেবা দিতে প্রস্তুত এই কর্মকর্তা।
স্থানীয়দের আশা প্রতিকূলতা পেরিয়ে বন্দরটি পুনরায় চালু হলে শ্রমজীবীরা তাদের কর্মসংস্থান ফিরে পাবে।