১৫/০১/২০২৬, ৪:০০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৪:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পার্বত্য জেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে হল রুমে আলোচনা সভা ও বিতরণ কার্যক্রম করেন।

আয়োজিত অনুষ্ঠানে অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শপথ বাক্য পাঠ করে আলোচনা সভা শুরু করেন।

যুব দিবস উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজা আইরীন।

তিনি বলেন, প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ে তুলতে হবে এবং উৎপাদনশীল কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অগ্রগতিতে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে বলে উল্লেখ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক মাহবুব আলম জেলা পরিষদ সদস্য নিটোল মনি চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা ডঃ রাজু আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ ইকবাল কাওসার।

এ সময় যুব ঋণের ১২ জনের মধ্যে ১৪ লক্ষ্য ৫০ হাজার টাকার চেক, প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জনকে সনদপত্র এবং স্বনির্ভরতা অর্জনে সহায়ক ৪ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: খাগড়াছড়িতে ঝুঁঁকিপূর্ণ ভবনে পাঠদান, নেই খেলার মাঠ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন