খাগড়াছড়ি সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের আয়োজনে রাঙামাটির কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলাপ্রশাসকের কার্যালয়ে প্রাঙ্গণ হয়ে পুনরায় ফিরে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনের সামনে সমাবেশ করে।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রুমেন চাকমা বলেন, পাহাড়ে একের পর এক ধর্ষণ, নির্যাতন, নিপীড়নের ঘটনা যেন একটা রুটিন মাফিকে পরিণত হয়েছে। বিচারহীনতার অপসংস্কৃতির কারণে এই ঘটনাগুলো ঘটতে চলেছে। ধর্ষক ধর্ষণ করে আর প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী নীরব ভূমিকা পালন করে। পার্বত্য চট্টগ্রামে যতগুলো ধর্ষণ, হত্যা, ঘুমের ঘটনা ঘটছে; তার আজ পর্যন্ত একটারও সঠিক বিচার হয়নি। এ দায় রাষ্ট্রকে নিতে হবে।
পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির সভাপতি সুমিত্র চাকমা বলেন, জুম্মো মা-বোনেরা এখন ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। একের পর এক পাহাড়ি নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, তার কোনো সঠিক বিচার হচ্ছে না। পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ার কারণে আজকে পাহাড়ের মানুষের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হলে পাহাড়ের মানুষের ওপর যে অত্যাচার, নিপীড়ন- এগুলো কখনো বন্ধ হবে না। পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন ও ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান তিনি।
এসময় সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি সুমন চাকমার সভাপতিত্বে আরও বক্তব্য দেন- হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক চন্দ্রিকা চাকমা, জেলা কমিটির সাধারণ সম্পাদক এলি চাকমা ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখার সভাপতি জয় ত্রিপুরাসহ অন্যান্যরা।
উল্লেখ, গত ২৩ সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় ৮ম শ্রেণির এক পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ধর্ষণের ঘটনার পর বুধবার ভোরে অজ্ঞাত তিন ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এর পর ঘটনায় অভিযুক্ত শয়ন শীল নামে এক জনকে আটক করেছে খাগড়াছড়ির পুলিশ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

