সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় খাগড়াছড়ি জেলা মহিলা দলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা বিএনপির অফিস মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা মিসেস জাকিয়া জিনাত বিথী। এছাড়াও জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও পৌর মহিলা দলের নেত্রীবৃন্দ এবং দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার সহধর্মিণী ও আপসহীন নেতৃত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশ ও জাতির জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, দেশনেত্রীর আদর্শ ধারণ করে বিএনপিকে আরও শক্তিশালী করতে মহিলা দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

