পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আলো জ্বালিয়ে দিতে এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি জোনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়ার শিব মন্দির পাড়ার বলং হামারি উচ্চ বিদ্যালয়ে কোমলমতি ছাত্র ছাত্রিদের মাঝে এই সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনী।
এসময়, খাতা, স্কুল ব্যাগ, ওয়াটার পট, কলম, রাইটিং প্যাড, পেন্সিল বক্স, রাবার, কাটারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ শিশু শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ বাড়াবে এবং পার্বত্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
পড়ুন : খাগড়াছড়িতে হাসপাতালে ভর্তিকৃত শীতার্ত রোগীদের মাঝে কম্বল বিতরণ


