আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ সিটিজেন পার্টি (এনসিপি)র জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় জেলা শহরের দারুল আইতাম সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।
উপস্থিত ছিলেন এনসিপি জেলা আহ্বায়ক মোঃ নুরুল আলম, জেলা সদস্য সচিব সুবোধ চাকমা, জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল হোসেন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহনেওয়াজ, যুবশক্তির সদস্য সচিব জাহেদা আক্তার সহ জেলা এবং বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
পড়ুন- চুরির অপবাদে মসজিদে মাইকিং, সম্মানহানির ক্ষোভে সৈয়দপুরে ফল ব্যবসায়ীর আত্মহত্যা
দেখুন- রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে আপিল করা যাবে


