১৫/০১/২০২৬, ১৩:৪৪ অপরাহ্ণ
22 C
Dhaka
১৫/০১/২০২৬, ১৩:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়ির আধাবেলার সড়ক অবরোধ চলছে

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের ডাকে আধাবেলা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক সড়কে এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

বিজ্ঞাপন

অবরোধের কারণে দুরপাল্লার সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা ও পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার ও গাছের গুড়ি পুড়িয়েছে অবরোধকারিরা। এছাড়া কয়েকটি সড়কে গাছের গুড়ি ফেলেছে অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। এছাড়া অবরোধ সমর্থকরা সড়কের বিভিন্ন স্থানে চোরাগোপ্তাভাবে পিকেটিং করছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন,” পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রতীতিকর ঘটনা ঘটেনি”

প্রসঙ্গ, গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টায় ছয় জন সন্ত্রাসী মানিকছড়ির তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করার অভিযোগ করা হয়। ঘটনার পর সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছে ইউডিপিএফ সমর্থিত পিসিপি ,হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি।

পড়ুন: খাগড়াছড়িতে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন