খাগড়াছড়ি জেলা কারাগার থেকে দুই হাজতি আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল জানায়, বিকেল ৫টার দিকে কারাগারের দক্ষিণ পাশের দেয়াল টপকে শফিকুল ইসলাম ও রাজিব হোসেন পালিয়ে যায়। এর মধ্যে রাজিব হোসেনকে পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই স্থানীয় লোকজনের সহায়তায় খাগড়াছড়ি টিএন্ডটি গেটের সামনে থেকে আটক করা হয়। তবে শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। পলাতক শফিকুল ইসলাম চুরির অভিযোগে গ্রেফতার হয়।
বিজ্ঞাপন
পড়ুন : খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা


