খাগড়াছড়ি সদরে শান্তিনগর এলাকায় ৩ বছরের ছেলে সন্তানকে হত্যা করেছে মা। শুক্রবার দিবাগতরাতে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
শিশুটির পিতা:মোস্তাফিজুর রহমান(৪০), মাতা:সাবিনা ইয়াসমিন(৩৫) দুই সন্তান নিয়ে বেশ কয়েক বছর ধরে শান্তিনগর এলাকায় বসবাস করছে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায়, শিশুটির মাতা সাবিনা ইয়াসমিন কিছুটা মানসিক ভারসাম্যহীন। পিতা মোস্তাফিজুর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়া তার কাজের প্রয়োজনে জেলার পানছড়ি উপজেলায় অবস্থান করার কারনে সে রাতে বাসায় ছিলেন না। হয়ত সে সময়ে মানসিক ভারসাম্যহীন মা সাবিনা ইয়াসমিন বালিশচাপা দিয়ে ছেলেকে হত্যা করে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, সকালে ঘটনা জানতে পেলে স্থানীয়রা পুলিশকে অবগত করলে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।ঘটনায় মাতা সাবিনা ইয়াসমিন কে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা ঘটনার বিবরণ জানার চেষ্টা করছি। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে।
পড়ুন: মাদারীপুরে চোখের অপারেশন করাতে গিয়ে কৃষকের মৃত্যু, স্বজনদের বিক্ষোভ
দেখুন: যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যে দ্বিগুণ শুল্ক, রফতানিতে বাংলাদেশের সম্ভাবনা কী
ইম/


