ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে “মার্চ ফর জাস্টিস”।
বৃহস্পতিবার সকালে আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সমিতির সামনে এসে সমাবেশ করেন খাগড়াছড়ি জেলা আইনজীবী ফোরাম।
আয়োজিত পদযাত্রায় আইনজীবী ফোরামের সদস্য ছাড়াও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দল, জিয়া পরিষদ, পৌর বিএনপি, উপজেলা বিএনপি ও ন্যায় বিচার বঞ্চিত সাধারণত জনগন উপস্থিত ছিলেন।
আয়োজকদের দাবি, দেশের নানা প্রান্তে ঘটে যাওয়া অন্যায়-অবিচার, নারী-শিশু নির্যাতন, গুম-খুন, বিচারহীনতার সংস্কৃতি ও দুর্নীতির বিরুদ্ধে এই গণমিছিল একটি প্রতীকী প্রতিবাদ। পদযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও নানান স্লোগান নিয়ে “ন্যায়বিচার চাই”, “গুম-খুন বন্ধ কর”, “মানবাধিকার নিশ্চিত কর” ইত্যাদি দাবি জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, ন্যায়বিচার ছাড়া কোনো রাষ্ট্র টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না। বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দিতে হবে এবং প্রতিটি অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, ন্যায়বিচারের জন্য জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে শাসক বা ক্ষমতাবান কেউই আইনের ঊর্ধ্বে থাকতে না পারে।
আয়োজিত মার্চ ফর জাস্টিসয়ে এডভোকেট রিপল চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক এম এন আফছার।
অন্যান্যদের মধ্যে জেলা বার এসোসিয়েশন এর সভাপতি এড. আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর, জেলা বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম।
পড়ুন: কুমিল্লায় বিজিবির অভিযানে ৯৫ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ
দেখুন: বুড়িচংয়ে সবজি ক্ষেতে গাঁজার চাষ, আটক চাষী
ইম/


