১৪/০১/২০২৬, ১৫:৩০ অপরাহ্ণ
25 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৫:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে আনুমানিক তিন শতাধিক স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ অক্টোবর ) সকাল থেকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ছোটবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চিকিৎসা ক্যাম্পটি আয়োজন করে খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন ভাইবোনছড়া আর্মি ক্যাম্প।

দিনব্যাপী অনুষ্ঠিত এই মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুদের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ঔষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন খাগড়াছড়ি সদর জোনের আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম।

দুর্গম এলাকার মানুষ সেনাবাহিনীর এমন উদ্যোগে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। স্থানীয় উপজাতি জনগোষ্ঠী ও গ্রামবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সেনাবাহিনী সবসময় পাহাড়ের মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তারা ভবিষ্যতেও এ ধরনের মেডিক্যাল ক্যাম্প আরও আয়োজনের আহ্বান জানান।

খাগড়াছড়ি অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধী উপহার পেল সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ছাতা

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন