অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নে ৮ দফা দাবি জানিয়েছে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
সকালে জেলা সদরের তেঁতুলতলায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় দ্রুত চুক্তি মোতাবেক ভূমি কমিশনের বিধিমালা প্রণয়নপূর্বক দ্রুত বিচারিক কার্যক্রম শুরু করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে “১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি” কার্যকর রাখা এবং চুক্তি মোতাবেক পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদে সাধারণ প্রশাসন পুলিশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, উপজাতীয় আইন ও সামাজিক বিচার কার্যাবলী ও ক্ষমতা নির্বাহী মাধ্যমে হস্তান্তরের দাবি জানায়।
এছাড়া পার্বত্য শান্তি চুক্তি মোতাবেক স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়নপূর্বক তিন পার্বত্য জেলা পরিষদ ও চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাচন অনুষ্ঠানের দাবি জানায়।
সংবাদ সম্মেলনে চুক্তি মোতাবেক প্রত্যাগত জনসংহতি সমিতির সদস্যদের যথাযথ পুনর্বাসন করা। পার্বত্য চট্টগ্রামসহ সমতলের আদিবাসীদের জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি প্রদান ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানান।
পড়ুন- মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে কর্মবিরতি
দেখুন- মাঠ ব্যবহারে সরকারের স্পষ্ট সিদ্ধান্ত চাইছেন আসিফ আকবর |


