খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে নমিনেশন দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপির মনোনীত প্রার্থী সহ ১৫ প্রার্থী।
দুপুর ১টার দিকে খাগড়াছড়ি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
এদিকে বিকেলে বিএনপির ‘বিদ্রোহী’ বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সমীরণ দেওয়ান। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। দল থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করবেন।
এছাড়া জামায়েত ইসলামী বাংলাদেশ ,ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
মনোনয়ন সংগ্রহ করেছিল ১৬ জন প্রার্থী। এর মধ্যে ৬জন স্বতন্ত্র প্রার্থী। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানজিলা ঝুমা মনোনয়নপত্র জমা দেয়নি।
পড়ুন: পিরোজপুরে নানা আয়োজনে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেখুন: মার্কিন নৌবাহিনীকে মোকাবিলা করার ক্ষমতা এখন চীনের হাতে! |
ইম/


