খাগড়াছড়িতে ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে চেঙ্গী স্কয়ারে মুল ইউপিডিএফ ও ইউপিডিএফ গণতান্ত্রিকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ফ্যাস্টিট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর উপলক্ষ্যে মিছিল বের করে দুই পক্ষ । স্বর্নিভর বাজার থেকে শুরু করা প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের মিছিলটি চেঙ্গী স্কয়ারের পৌছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের এক সমর্থক আহত হয়। পরে চেঙ্গী স্কয়ারে ইউপিডিফের ব্যানারে আগুন ধরিয়ে দেয়া হয়।
এই ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করছে মুল ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা।
পরে বিক্ষোভ মিছিল বের করে গণতান্ত্রিক ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের নেতা কর্মীরা। হামলার অভিযোগ অস্বীকার করে ঘটনার জন্য মুল ইউপিডিএফকে দায়ী করেছে গণতান্ত্রিক ইউপিডিএফের নেতা অমর জ্যোতি চাকমা।
তিনি বলেন, পূর্বঘোষিত আমাদের কর্মসূচি ছিলো। আমাদের কর্মসূচি চলাকালে তারা এসে অতর্কিতভাবে আমাদের উপর ইট-পাথর মারে। পরে ধাওয়া- পাল্টা ধাওয়া হয়। তারাই আগে শুরু করেছে।
পড়ুন: গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল
দেখুন: বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজনের পদত্যাগ |
ইম/


