১৫/০১/২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

খাগড়াছড়িতে জগত প্রতিপালক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি “শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

বিজ্ঞাপন

শনিবার (১৬ আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা শহরের শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মহোৎসব উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয় শোভাযাত্রা।

আয়োজিত অনুষ্ঠান ও শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এসময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আফছারসহ উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সকল ধর্মের লোকজন মিলে পাহাড়ে ধর্মীয় উৎসবগুলো উপভোগ করে থাকেন। এখানে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই। প্রশাসন সর্বদা সজাগ থাকেন। আমরা চাই পাহাড়ের সকল মানুষ তাদের ধর্মীয় উৎসব নিরাপদে পালন করবে।

জন্মাষ্টমী উপলক্ষে সকালে শ্রীশ্রী গীতাপাঠের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং অতিথিদের বক্তব্য শেষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে শিশু-কিশোরদের জন্য ধর্মীয় কুইজ প্রতিযোগিতা ও সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আরতি, গীতাপাঠ ও প্রার্থনা, আর রাত ১২টায় মহাভোগ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

আয়োজকদের মধ্যে থেকে দিনব্যাপী অনুষ্ঠানমালায় সকল ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণের জন্মোৎসবকে মহিমান্বিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি হিসেবে সারা বিশ্বে পালন করা হয়।

পড়ুন: চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

দেখুন: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ৯ স্বজনের নিয়োগ বাতিলে চিঠি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন