“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুন্দর সমৃদ্ধ দেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৮ আগস্ট) সকালে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
পরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গন থেকে একটি বন্যার্ঢ র্যালি বের করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে আলোচনাসভায় সমবেত হয়।
আলোচনাসভায় জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহবায়ক এ্যাড. মনজিলা সুলতানা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মৎস্য সম্পদ দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। মাছ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৬
দেখুন: ফেসবুকে ঢাকা-মাদারীপুরের বাস বর্জনের ডাক
ইম/


