15 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা

খালাসের রায় শুনে ‘আলহামদুলিল্লাহ’ বললেন বাবরের স্ত্রী

একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রায় শুনে বাবরের স্ত্রী তাহমিনা জামান বলেছেন, দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছি। এ কারণে মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ।

রোববার (১ ডিসেম্বর) মামলার রায় জানার পর বাবরের স্ত্রী এক গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

বাবরের স্ত্রী বলেন, ন্যায় বিচার পাওয়ার আশায় এতোদিন অপেক্ষা করা যে কী কষ্ট, তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবে। আদালত আমাদের ন্যায় বিচার দিয়েছেন।

আজ বেলা পৌনে ১২টার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাসের রায় দিয়েছেন।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এর আগে চার দিন আপিলের ওপর শুনানি হয়। শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য ছিল।

টিএ/

পড়ুন: ছেলেসহ খালাস পেলেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ
দেখুন: দারিদ্রতার যুদ্ধ যেন থামছে-ই না নারী মুচি সুফিয়ার জীবনে!
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন