সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর নাগেশ্বরী উপজেলার আজিদানাহার তাহফিজুল কোরআন মাদ্রাসায় কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার মোঃ ইউনুস আলীর আয়োজনে বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা সদস্য সচিব আলহাজ্ব মোখলেসুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার নাজির হোসেন মাস্টার ও মোজাম্মেল হক দুদু,ভূরুঙ্গামারী উপজেলার যুগ্ন আহবায়ক আলহাজ্ব আব্দুল সালাম, নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর বাদশা টুটুল,প্রভাষক ইব্রাহিম হোসেন
আশরাফুল ইসলাম,নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য শাহজালাল, রাম খানা ইউনিয়ন বিএনপি থেকে থেকে উপস্থিত ছিলেন সবুর বিএসসি ডাক্তার রিপন খাদিমুলসহ নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার মোঃ ইউনুস আলী বলেন,আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন এ কামনা করি।
তিনি আরও বলেন, বিগত আমলে ফ্যাসিস্ট শেখ হাসিনা অন্যায়ভাবে তাকে ৬ বছর জেলে রেখে নির্যাতন করেছে, যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজ সেই নেত্রী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই।
পড়ুন : কুড়িগ্রামে প্রতিবন্ধীদের পূর্ণবাসন ও সহযোগীতামুলক মত বিনিময় সভা অনুষ্ঠিত


