১৪/০১/২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০১/২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরে শোকের ছায়া, জেলা বিএনপির দোয়া‎

‎বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পিরোজপুরে। দলের চেয়ারপারসনকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীরা। শোক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝেও। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা শহরের জেলা বিএনপির কার্যালয়ে আসতে শুরু করেন।

‎পরে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রিয় নেত্রীর বিদায়ে তাদের চোখ অশ্রুসিক্ত দেখা যায়। এর আগে সকাল ৯ টা থেকে কোরআন খতম করে মাদ্রাসা শিক্ষার্থীরা।

‎কান্না জড়িত কন্ঠে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, আসলে এক কথায় আমরা অভিভাবক হারা হয়ে গেছি। আমরা যারা ছাত্রদল করেছি দেখেই আমাদের রাজনীতি করা। আমাদের একটি স্লোগান ছিল নেত্রী মোদের খালেদা গর্ব মোদের আলাদা, আপসহীন  খালেদা গর্ব মোদের আলাদা। তিনি আমাদের আগলে রেখেছেন শুধু আমরা না পুরো জাতীয় অভিভাবক হারা হয়ে গেছে।

‎পিরোজপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, খুব ভোরে আমরা জানতে পেরেছি আমাদের দেশমাতা পৃথিবীতে আর নেই। বেগম খালেদা জিয়া জনগণের জন্য মানুষের জন্য মানব কল্যাণে তিনি নিয়োজিত ছিলেন, তিনি মজলুম ছিলেন। মানুষের কল্যাণে তার যে ত্যাগ তার যে লড়াই তা যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমাদের প্রত্যাশা।

‎পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত কাঁদতে কাঁদতে বলেন, পৃথিবীর কোনো সংবাদই আমাদেরকে এতটা আহত করতে পারে নাই আজকে পুরো জাতি শোকাহত। তিনি অসুস্থ অবস্থায়ও সবসময় দলের ও দেশের মানুষের খোঁজ নিতেন। বারবার তার উন্নত চিকিৎসার জন্য আমরা দাবি জানিয়েছি, কিন্তু সুচিকিৎসার সুযোগ না দিয়েই তাকে চলে যেতে হলো। তার জীবনের আদর্শ যেন আমরা দলের নগণ্য কর্মী হিসেবে গ্রহণ করতে পারি।

বিজ্ঞাপন

পড়ুন- গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সাথে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির কর্মকর্তাদের বিনিময় সভা

দেখুন- স্থায়ী কমিটির বৈঠক শেষে যেসব সিদ্ধান্ত জানালো বিএনপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন