বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নোয়াখালীতে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ জোহর নোয়াখালী জেলা জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, দেশ, জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে বড় শূন্যতা সৃষ্টি হয়েছে মন্তব্য করে মো. শাহজাহান বলেছেন, দেশের যেকোনও সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালেদা জিয়া। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করেছেন। রাজপথে নেমেছেন। তিনি কখনও আপসের রাজনীতি করেননি, আপসের চোরাবালিতে যাননি। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমার আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন মো. শাহজাহান।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে ভোর থেকেই জেলা সদরের দত্তেরহাট এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদের নেতৃত্বে শোক ব্যাচ ধারণ ও সকল ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা সরবরাহ কর্মসূচি পালিত হয়।
দুপুরে জেলা শহরে শোক ব্যাচ ও কালো পতাকা সরবরাহ কর্মসূচি পালন করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল ও জেলা জাসাসের সভাপতি লিয়াকত আলী খান। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন- চুয়াডাঙ্গায় বিএনপির অফিসে কালো পতাকা উত্তোলন ও শোক বই খোলা হয়েছে
দেখুন- বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে মাথা নত করেন নি: ড. মঈন খান |


