১৪/০১/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কুড়িগ্রামে কোরআন খতম ও দোয়া মাহফিল

বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিসংবাদিত নেতা, আপসহীন সংগ্রামের প্রতীক, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুড়িগ্রাম জুড়ে। তাঁর ইন্তেকালে গভীর বেদনা ও অশ্রুভেজা হৃদয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


শুক্রবার বিকেলে জেলা শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত এই মিলাদ ও দোয়া মাহফিলে নেতাকর্মীদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিবেশ। পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদের মাধ্যমে দেশনেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনায় মুখরিত হয়ে ওঠে পুরো মিলনকক্ষ।


দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সংসদ সদস্য উমর ফারুক ও সাবেক মেয়র আবু বকর সিদ্দিক। এছাড়াও জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী শোকাহত হৃদয়ে অনুষ্ঠানে অংশ নেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্যসচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদস্যসচিব আব্দুল আলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সদস্যসচিব ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, জেলা তাঁতী দলের আহ্বায়ক আনিসুর রহমানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক ফজলুল হক আমিনী। আবেগঘন কণ্ঠে পরিচালিত মোনাজাতে উপস্থিত অনেক নেতাকর্মীর চোখ অশ্রুসজল হয়ে ওঠে।


মাহফিলে বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তাঁরা বলেন, আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র রক্ষার সংগ্রাম ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশনেত্রীর ভূমিকা বাংলাদেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁর কারাবরণ, অসুস্থতা ও সীমাহীন ত্যাগ বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, দেশনেত্রীর মৃত্যু শুধু একটি দলের নয়, এটি গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর শূন্যতা কোনোদিন পূরণ হবার নয়।


মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিপীড়িত মানুষের মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে শোকাহত নেতাকর্মীরা নীরব চোখে একে অপরকে সান্ত্বনা দেন এবং গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানান।

পড়ুন- মুক্তাগাছায় খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

দেখুন- তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন